1437.jpg

দালালদের দৌরাত্ম্য সর্বত্র

মোঃ সাখাওয়াত হোসেন 06 May ,2022 2 years ago 56

দালাল শব্দটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে অনাদিকাল থেকে। তবে কালের পরিক্রমায় দালাল প্রত্যয়টি অত্যন্ত নেতিবাচক হিসেবে ব্যবহৃত হয় বর্তমানে। প্রকৃত অর্থে দালাল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বেশ উল্লেখযোগ্য গুণাগুণের বিধি-বিধান ছিল। কেননা, যিনি দালালের ভূমিকায় অবতীর্ণ হবেন তার মধ্যে বিভিন্ন বিষয় সম্বন্ধে সম্যক ধারণা থাকা বাঞ্ছনীয়। কারণ, দালাল দুপক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে ন্যায্যতার পক্ষে প্রতীক হিসেবে কাজ করেন। যে প্রক্রিয়ায় দুপক্ষই কাজের অংশীদারিত্বের (partnership) ভিত্তিতে দালালের ওপর সন্তুষ্ট থাকেন। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায়, আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের মিথস্ক্রিয়ায় (mutual understanding) দুই দেশের মধ্যে কিংবা দুটি আন্তর্জাতিক সংস্থার মধ্যে চুক্তি সম্পাদনে কোন একজন ব্যক্তি বা সংস্থা মাধ্যম হিসেবে বা ব্রোকার হিসেবে বা মিডিয়া হিসেবে কাজ করেন। এই প্রক্রিয়াগুলোতে সাধারণত দুপক্ষই ইতিবাচক উদ্দেশ্যকে চরিতার্থ করার সাধনে দালালকে ব্যবহার করে থাকেন।

কিন্তু বর্তমান সময়ে দালালদের সম্পূর্ণ বিপরীত চিত্র লক্ষণীয়। দালাল শব্দটি অত্যন্ত নেতিবাচক হিসেবে ব্যবহৃত হয়। নিম্ন রুচির, নিম্ন মানসিকতা, কুরুচি ভাবাপন্ন, অপ্রকৃতিস্থ বোধসম্পন্ন মানুষ দালাল হিসেবে সমাজে সুপরিচিত। এ শ্রেণীর মানুষগুলো পুরোপুরি বেকার। নিজ পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য কোনরূপ উৎপাদনশীল কাজে এরা সম্পৃক্ত নয়। অর্থাৎ এরা সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝাস্বরূপ। এই শ্রেণীর মূল কাজই হচ্ছে দালালি করা। অর্থাৎ মানুষকে বিপদে ফেলে মধ্যস্থতার নামে সুবিধা লোটার পাঁয়তারা করা। এ শ্রেণীটি দুর্ধর্ষ হওয়ায় সাধারণ মানুষ তাদের অপকর্মের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে প্রয়োজনে-অপ্রয়োজনে দালালদের দ্বারস্থ হতে হয় সাধারণ মানুষকে। এ শ্রেণীটি এমনভাবে খুঁটি গেড়েছে যেখানে তাদের অনৈতিক কাজের পক্ষে সাফাই গাওয়ার নিমিত্তে একদল লোক সমাজে বিদ্যমান। এ শ্রেণীর লোকেরা বিভিন্ন অপকৌশল প্রয়োগ করে সামাজিক প্রতিষ্ঠানগুলোতে দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠান ধ্বংসের পাঁয়তারায় মত্ত।

এদের একটি বিশেষ গুণ রয়েছে। যেমন, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকলেও নিজের সন্তানদের উক্ত প্রতিষ্ঠানে পড়াতে তাদের অনীহা। তারা তাদের সন্তানদের শহরের নামকরা স্কুলে পড়াচ্ছে। তাদের মূল টার্গেট হচ্ছে, গ্রামীণ সমাজ থেকে যেন কোন ছেলেমেয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে না পারে। সে লক্ষ্যে তারা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভেঙ্গে অনিয়মের ধারাপাত খুলে বসেছে। নিয়োগ বাণিজ্য করে তুলনামূলক অযোগ্য প্রার্থীদের নিয়োগ দিয়ে দীর্ঘমেয়াদী ভিত্তিতে প্রতিষ্ঠান ধ্বংসের ক্রীড়নক হিসেবে চক্রটি কাজ করে যাচ্ছে। এহেন কর্ম সাধনে তারা ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ মানুষকে ভীতসন্ত্রস্ত করে তুলেছে। তাদের বিরুদ্ধে কেউই কথা বলছে না। সৎ সাহস নিয়ে কেউ কথা বললে তার বিরুদ্ধে তারা এ্যাকশনে যাচ্ছে। এসব করেই তারা ক্ষান্ত হচ্ছে না, তারা যে অপকর্ম করে বেড়াচ্ছে সে বিষয়ে প্রকাশ্যে গর্বের সঙ্গে নিজেদের উপস্থাপন করতেও দ্বিধা করছে না। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে সমাজকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। অর্থাৎ ঐ সমাজ থেকে কেউ যেন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে না পারে। তারা শুধু এ দিকটি করেই ক্ষান্ত হয়নি, প্রকাশ্যে বলে বেড়ায় ওপরে ম্যানেজ করতে ঘুষ দিতে হয়। তাই তারা বাধ্য হয়ে নিয়োগ বাণিজ্য করে। প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত সরকারী কাজ আনতেও নাকি তাদের ঘুষ প্রদান করতে হয়। সে কারণেই তারা টাকা ছাড়া কোন ধরনের নিয়োগে সুপারিশ করে না।

স্বাভাবিকভাবেই অযোগ্য ও কর্মহীন মানুষরা দালালি পেশার সঙ্গে জড়িয়ে পড়ছে। কর্মক্ষম মানুষের অযাচিত, অমূলক আচরণ নিয়ে ভাবনা চিন্তার সুযোগ নেই। সাধারণত ফাও খাওয়ার ধান্দা, অনৈতিক উপায়ে ক্ষমতার অপব্যবহার, সামাজিকভাবে অবস্থান সুদৃঢ় করা, ওপরে প্রলেপ লাগিয়ে ভেতরের কুৎসিত আচরণকে ঢেকে রাখা, দল ভারি করে অপকর্ম সাধন করা, নিজেকে নিরাপদ রাখা ইত্যাদি কারণেই মানুষরা বর্তমানে দালালিতে সম্পৃক্ত হয়ে পড়ছে। কার্যকরভাবে দালালদের সামাজিক গুরুত্ব না থাকলেও অসঙ্গতিপূর্ণ পরিবেশ ও আচরণের কারণেই দালালরা কিন্তু নেতৃত্বের পর্যায়ে চলে আসে।

অপরাধবিজ্ঞানের ভাষায় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের কিংবা প্রতিষ্ঠানের অনৈতিক লাভের (personal gain) জন্য কর্তৃত্বকে ব্যবহার করে কিংবা ক্ষমতাকে কুক্ষিগত করে (misuse of authority) কিংবা ক্ষমতার শক্তিকে কালো ছায়ায় ঢেকে দেয়ার নামই দুর্নীতি (corruption)। অন্যভাবেও দুর্নীতিকে আখ্যায়িত করা যায়। একঘেয়েমি মনোবৃত্তি পোষণ করে নৈরাজ্যের আশ্রয় নিয়ে জবাবদিহিকে (accountability) পদদলিত করার নামই দুর্নীতি। চিরাচরিত ভাষায় বলা যায়, অনৈতিক পদ্ধতি অবলম্বন করে ফাও খাওয়ার ধান্দার নামই দালালি। দালাল চক্র এবং দুর্নীতির বিষবাষ্প একে অন্যের পরিপূরক। বাংলাদেশে দালাল চক্রটি ক্রমান্বয়ে পরিবর্ধিত হচ্ছে। এর শিকড় ও কর্মপরিধি শহরের গণ্ডি পেরিয়ে গ্রামীণ সমাজেও পরিলক্ষিত হয়। পরিষ্কার ভাষায় বলা যায়, দালাল শ্রেণীটি কর্তৃত্বকে ব্যবহার করে অবৈধ উপায়ে অর্থ লেনদেন করে থাকে। অর্থাৎ দুর্নীতির শিকড় বপন করে থাকে। এ প্রক্রিয়ার ভেতর দিয়ে আমাদের যেতে হচ্ছে এবং প্রক্রিয়াটি চলমান থাকলে ভবিষ্যত বাংলাদেশের স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়তে পারে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিস্র পর্যায়ে ঘুষ এবং দালালি সংস্কৃতির নমুনা সম্বন্ধে সকলেই অবগত। তথাপি এই প্রক্রিয়া সমূলে বিনষ্টে তেমন জোরালো উদ্যোগ চোখে পড়ে না।

সাম্প্রতিক সময়ে অনেক জনপ্রতিনিধির বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ পাওয়া যাচ্ছে। অর্থাৎ প্রণোদনার বিনিময়ে সরকারী সাহায্য জনসাধারণের মধ্যে তারা বরাদ্দ দিচ্ছে। তারা ইচ্ছে করেই হোক কিংবা অনুরোধের কারণেই হোক বিভিন্ন এলাকায় তাদের প্রতিনিধি হিসেবে দালালদের বহাল রেখেছে। অর্থাৎ সরকারী কোন সুযোগ-সুবিধার জন্য জনপ্রতিনিধির দ্বারস্থ না হয়ে দালালদের নিকট মৌখিকভাবে আবেদন জানাতে হয় জনগণের। জনপ্রতিনিধিদের সঙ্গে দালালদের সুসম্পর্ক প্রায় সব জায়গায় দেখা যায়। এক্ষেত্রেও দালালদের বেশ রাজত্ব ও দৌরাত্ম্য পরিলক্ষিত হয়। অনৈতিক সুবিধা ব্যতীত দালালরা কাউকে কোন সুবিধা প্রদানে অপারগ। এ মানুষগুলোই গ্রামীণ পটভূমিতে নৈরাজ্যের আসন গড়েছে। সাধারণ মানুষ দালালদের ভয়ে ভীত এবং নিরীহ মানুষদের ওপর দালালরা বিভিন্ন উপায়ে নির্যাতন করে থাকে। তাই নিরীহ সাধারণ মানুষ দালালদের বিরুদ্ধে প্রতিবাদ করার সৎসাহস দেখাতে পারে না।

দুর্নীতি সাধারণত দু’উপায়ে একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিতে পারে। যদি প্রতিষ্ঠানে কর্মরত কোন ব্যক্তি দুর্নীতিতে নিমজ্জিত থাকে এবং পালাক্রমে সে তার বাকি সহকর্মীদের তার রাস্তায় আনার চেষ্টা করে সফল হয়, তাহলে প্রতিষ্ঠানটি একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়। এ প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী হয়। অন্যদিকে প্রতিষ্ঠান প্রধান যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে তার প্ররোচনা কিংবা হস্তক্ষেপে প্রতিষ্ঠানটি দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হবে। এ প্রক্রিয়াটি পূর্বোক্ত প্রক্রিয়ার তুলনায় দ্রুতগতিতে হয়ে থাকে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায়, মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে তাহলে উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও কর্মচারীর প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার সৎ সাহস থাকে না। ঠিক তেমনভাবে বাকিরা প্রতিবাদ করেও কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করতে পারে না প্রচলিত নিয়মনীতির বেড়াজালে। সে কারণেই প্রধান শিক্ষক ও সভাপতির দেখানো পথেই অন্যরাও দুর্নীতিতে জড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়।

দালাল চক্র শুধু নিয়োগ বাণিজ্য ও অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করেই ক্ষান্ত হয় না। তারা এলাকার যুব সমাজকে নষ্টের পাঁয়তারায়ও মত্ত থাকে। মাদককারবারি ও মাদক বিপণনের সঙ্গে দালালরা জড়িত থাকে। গ্রামেগঞ্জে অনৈতিক উপায়ে পুলিশ দিয়ে সাধারণ মানুষদের হতাহতের ঘটনাগুলোও দালালদের কারণেই হয়ে থাকে। উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, দালালরা তাদের জনমত যে কোন উপায়ে ধরে রাখে। এক শ্রেণীর মানুষ প্রকাশ্যে তাদের সমর্থনও করে থাকে। দালালরা এলাকাতে পেইড এজেন্ট ঠিক করে রাখে এবং এজেন্টরা দালালদের পক্ষে মুখরোচক ক্ষমতার কথা অন্যদের বলে বেড়ায়। অর্থাৎ তারা একটি চক্রের মাধ্যমে সম্পূর্ণ এলাকাটিকে নিজেদের আয়ত্তে রাখার প্রচেষ্টা চালায়। দালালদের অনৈতিক কর্মকান্ডের বিরোধিতা যে কজন সাহসী মানুষ করবে, তাদের নামে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে বেড়ায় দালালদের পেইড এজেন্টরা। কাজেই, দালালদের খুব সহজেই বিতাড়িত করা সম্ভব হয় না। তারা শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে তাদের দাপট দেখিয়ে চলছেই। তবে এ কথা নির্দ্বিধায় বলা যায়, দালালরা সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু এবং এদের দ্বারা কারোর কোনরূপ মঙ্গল সাধিত হয় না।

সুতরাং দালালদের করাল থাবা থেকে রক্ষা পেতে তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং জোরালো প্রতিবাদ করতে হবে। না হলে সমাজের সংহতি নষ্ট হবে। ধ্বংস হয়ে যাবে সামাজিক শৃঙ্খলা। সামাজিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার মানে হচ্ছে সমাজের ওপর চপেটাঘাত। অর্থাৎ একটি সমাজকে চিরদিনের জন্য মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার পাঁয়তারা করা। কাজেই এ ধরনের কূপমন্ডুক শ্রেণীর মানুষের করাল থাবা থেকে সমাজকে রক্ষা করতে হলে তরুণদের দায়িত্ব গ্রহণ করতে হবে। বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা সমাজের আপামর জনসাধারণকে সচেতন করতে পারে। সমাজের প্রত্যেকটি মানুষ সচেতন হয়ে উঠলে দালালরা কার্যতই গুরুত্বহীন হয়ে পড়বে। সরকারকেও এ সংক্রান্তে দায়িত্ব গ্রহণ করতে হবে। কেননা, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্ম্য রয়েছে। সবপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফলে প্রকৃত মানুষরাই নেতৃত্বে আসবে। সমাজকে নির্মাণের স্বার্থে সব শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ প্রক্রিয়ায় দায়িত্ব প্রদান করলে সুষ্ঠু সমাজ বিনির্মাণ সম্ভব হবে। প্রতিহত করা যাবে দালালদের দৌরাত্ম্য।

লেখক : সহকারী অধ্যাপক, ক্রিমিনোলজি এ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Share This

FOLLOW US ON FACEBOOK

অনুসন্ধান করুন

আমাদের সাথে যোগাযোগ

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল সিএনজির ৭ যাত্রীর

16 February, 2024 10 months ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 2708

সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা

31 January, 2024 10 months ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3094

সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা

31 January, 2024 10 months ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 2911

ত্রিশালসহ দেশের ৯ পৌরসভার ভোটগ্রহণ ৯ মার্চ

21 January, 2024 11 months ago ত্রিশাল বার্তা ডেস্ক 2708

সারাজীবন দুর্নীতির বিরুদ্ধে ছিলাম : স্বাস্থ্যমন্ত্রী

19 January, 2024 11 months ago ত্রিশাল বার্তা ডেস্ক 2624

সুখী সমাজ গড়াই হবে অঙ্গীকার : পরিকল্পনামন্ত্রী

19 January, 2024 11 months ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 614

ফরজ কাম ছাড়া থানায় যাবেন না : ব্যারিস্টার সুমন

19 January, 2024 11 months ago ত্রিশাল বার্তা ডেস্ক 584

আমি অন্যায় করব না, কাউকে করতেও দেব না

18 January, 2024 11 months ago ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 655

ত্রিশাল ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ

17 January, 2024 11 months ago হানিফ আকন্দ 697

ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোটে পপি জয়ী

13 January, 2024 11 months ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 837

স্কুল শিক্ষক থেকে ভূমিমন্ত্রী

13 January, 2024 11 months ago ত্রিশাল বার্তা ডেস্ক 598

মন্ত্রিসভার মুরুব্বি সালাম, তরুণ নওফেল

13 January, 2024 11 months ago ত্রিশাল বার্তা ডেস্ক 898

সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

13 January, 2024 11 months ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 703

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ত্রিশালে জাতীয় পার্টির মতবিনিময় সভা

18 November, 2023 1 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 825

পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন

16 September, 2023 1 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5251

ভালুকায় সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা 

16 September, 2023 1 years ago আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি 694

বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম যাচ্ছেন জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাফিজ মাহবুব

26 May, 2023 1 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 874

চায়ের স্টলের আড্ডা বিভিন্ন অপরাধ জন্ম দেয় : ত্রিশাল থানার ওসি

13 May, 2023 1 years ago কামরুজ্জামান মিনহাজ : (ত্রিশাল বার্তা) 939

বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা.সম্পাদক সোহান

28 April, 2023 1 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1332

বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা. সম্পাদক সোহান

28 April, 2023 1 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 970

জনপ্রিয় সংবাদ

ত্রিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা

28 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 86640

আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে সড়ক দখলের অভিযোগ

09 January, 2023 1 years ago এস.এম হুমায়ুন কবীর : 47995

ভালুকায় শত কোটি টাকা মূল্যের বনের জমি উদ্ধার : গুড়িয়ে দেয়া হয়েছে দেয়াল

05 October, 2021 3 years ago মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ 44962

মানুষের সেবা করার মন মানসিকতা নিয়েই ত্রিশালে কাজ করছেন মিনহাজ

25 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 10202

ত্রিশাল নামের উৎপত্তি

15 September, 2021 3 years ago রাশেদ আনাম 8467

ত্রিশালে আওয়ামী রাজনীতির প্রাণপুরুষ রুহুল আমীন মাদানী এমপি

17 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 8121

ত্রিশালে ইকবালের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডাঃ দীপু মনিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ

24 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6947

ত্রিশাল হাসপাতালে ৪টি অক্সিজেন সিলিন্ডার দিলেন জননেতা ইকবাল

28 August, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6812

মোঃ মিনহাজ সামাজিক ব্যক্তিত্ব এবং বহুমাত্রিক প্রতিভার অধিকারী, স্বপ্ন দেখছেন ত্রিশালের উন্নয়ন করার

17 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6583

ত্রিশালবাসী চায় ইকবাল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হোক

03 October, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6520

ত্রিশাল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকিরের ব্যাপক নির্বাচনী গণসংযোগ

03 October, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 5868

ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ বছর পর মা-ছেলের দেখা

25 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5690

পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন

16 September, 2023 1 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5251

সরকারের উন্নয়ন মানুষের মধ্যে তুলে ধরতে জিল্লুর রহমান আকন্দের গণসংযোগ

26 August, 2021 3 years ago শামীম আজাদ আনোয়ার 4899

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের শেষে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

25 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4822

মোক্ষপুরের হাফিজুল ইসলাম তালুকদার ইন্তেকাল করেছেন

23 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4562

‘মানুষ মানুষের জন্য’ একথা আবারও প্রমাণ করলেন ত্রিশালের সমাজকর্মী মিনহা‌জ

03 October, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4439

এসএসসি-এইচএসসির চূড়ান্ত সময়সূচি প্রকাশ

27 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4370

ত্রিশালের নতুন ইউএনও'র সাথে ত্রিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

28 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4233

আমি মানুষ ও সমাজের কল্যাণে কাজ করে যেতে চাই -মোঃ মিনহাজ

07 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4032

ত্রিশাল বার্তা আর্কাইভ

আমাদেরকে সাবস্ক্রাইব করুন

ভিডিও গ্যালারি

Designed & Developed by A.H.M. Shamim Reza