1476.jpg

ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ‘ত্রিশাল বার্তা’র ভূমিকা

শামীম আজাদ আনোয়ার 01 June ,2022 2 years ago 277

শতাব্দীর অনেক ঐতিহাসিক ঘটনা, বিষয়ের সাক্ষী ও জন্মদানকারী এক কালের অবহেলিত ত্রিশাল জনপদ আজ ধন্য ও গর্বিত। ত্রিশালে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয় ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’। ত্রিশাল, নজরুল, নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশালের সাংবাদিক সমাজ ও সাপ্তাহিক ত্রিশাল বার্তা পত্রিকা একই সুতায় গাথা।

বরাবরের ন্যায় ১৯৯০ সালে ত্রিশালে ৩ দিনব্যাপী নজরুল জন্মবার্ষিকী পালিত হয়েছিল। ঐ অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি হোসেইন মোহাম্মদ এরশাদ। পরবর্তী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ। ঐ অধিবেশনগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠিত সাহিত্যিক, শিক্ষানুরাগী, সফল ব্যক্তিত্ব, ত্রিশালে কবি নজরুলের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম কর্ণধার ও সাপ্তাহিক ত্রিশাল বার্তা’র তৎকালিন প্রধান উপদেষ্টা ডঃ আশরাফ সিদ্দিকী।

এরশাদ ও কাজী জাফরের অনুষ্ঠানসমূহে ত্রিশালের নজরুল মঞ্চে প্রধান অতিথিগণের উপস্থিতিতে ডঃ আশরাফ সিদ্দিকী স্যার ত্রিশালে কবি নজরুলের স্মৃতিকে ধরে রাখার জন্য নজরুলের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার দাবী উপস্থাপন করেছিলেন। উল্লেখ্য ত্রিশালে নজরুলের নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে দাবী করেন ডঃ আশরাফ সিদ্দিকী স্যার। সম্মানিত গুণীজন ডঃ আশরাফ সিদ্দিকী স্যার আমার সম্পাদনায় প্রকাশিত সাপ্তাহিক ‘ত্রিশাল বার্তা’ পত্রিকার প্রধান উপদেষ্টা ছিলেন দীর্ঘদিন। ‘ত্রিশাল বার্তা’ আজীবন স্যারের কথা, স্যারের সার্বিক সহয়োগিতা ও উপদেশের কথা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে এবং শ্রদ্ধা জানিয়ে যাবে আজীবন।

১৯৯৭ সালের ১০ মে ঢাকাস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে ৭ দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানমালার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি শাহাব উদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিশালে কবি নজরুলের নামে বিশ্ববিদ্যালয় ও নিকেতন প্রতিষ্ঠার দাবী ও যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেছিলেন তৎকালীন ভ‚মি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফ, তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ এম. আমানউল্লাহ, তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও ত্রিশাল বার্তা’র প্রধান উপদেষ্টা ডঃ আশরাফ সিদ্দিকী, দৈনিক ইত্তেফাকের তৎকালিন সম্পাদক রাহাত খান, সাংস্কৃতিক উৎসব কমিটির চেয়ারম্যান সৈয়দ আমিনুল হকসহ আরো অনেকে।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট্য ব্যক্তিগণের কঠিন দাবী ও যুক্তি সম্বলিত বক্তব্য শুনার পর তৎকালীন রাষ্ট্রপতি শাহাব উদ্দিন আহমদ বলেছিলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমপক্ষে ১৫ একর জমি ও ১০ কোটি টাকার নগদ তহবিল হলেই বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করা সম্ভব এবং তিনি তার নিজস্ব তহবিল হতে কিছু সাহায্যের আশ্বাস দিয়েছিলেন ঐ অনুষ্ঠানে।

উল্লে¬খ্য ৭ দিনব্যাপী অনুষ্ঠানে ত্রিশালের প্রতিনিধি হিসেবে ৩ জন উদ্যোগী যোগ দিয়েছিলেন, ৩জনের মধ্যে আমিও ছিলাম। অন্য দু’জন হলেন, ‘ত্রিশাল বার্তা‘র তৎকালিন নির্বাহী সম্পাদক নাজমুল হুদা ও ত্রিশাল বার্তা পত্রিকার তৎকালিন বার্তা সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম (বর্তমানে দৈনিক আমাদের সময় পত্রিকার ময়মনসিংহস্থ স্টাফ রিপোর্টার ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক)।

প্রথম দিনের অনুষ্ঠান শেষে আমরা ত্রিশালে চলে আসি এবং তৎকালীন ভ‚মি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফ ও ডঃ আশরাফ সিদ্দিকীর কথা অনুযায়ী ত্রিশালের নজরুল কলেজের তৎকালিন অধ্যক্ষ আঃ রশিদ (বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সেলের স্থানীয় সমন্বয়কারী ও সাবেক এমপি) ও তৎকালীন থানা নির্বাহী কর্মকর্তা সুনীল চন্দ্র চৌধুরীর সাথে যোগাযোগ করে আলোচনা করি। এ ঘটনার ২ দিন পর সকল যোগাযোগ ও আলোচনা শেষে ১৯৯৭ সালের ১২ মে দুখুমিয়া বিদ্যানিকেতন মাঠে অধ্যক্ষ আঃ রশিদ ও সুনীল চন্দ্র চৌধুরী এলাকাবাসীর সাথে বিশ্ববিদ্যালয় স্থাপনের জায়গা সংক্রান্ত বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছিলেন। ঐ সভাতেই এলাকাবাসী বিনামূল্যে প্রয়োজনীয় জমি প্রদান করার ঘোষনা দিয়েছিলেন এবং ঐ স্থানেই এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ও বৃহত্তর ময়মনসিংহের আড়াই কোটি মানুষের স্বপ্ন পূরন হয়েছে।

পরবর্তী সময়ে সাপ্তাহিক ‘ত্রিশাল বার্তা’র সাথে জড়িত সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ নজরুলের নামে ত্রিশালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে ঢাকা এবং ত্রিশালে ব্যাপক তৎপরতার সাথে কার্যক্রম ও যোগাযোগ করেছিলেন।

ত্রিশাল বার্তা’র তৎকালীন বার্তা সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম, ত্রিশাল বার্তা’র গণসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার রুহুল আমীন বাদল ও আমি ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম এবং ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহের পদস্থ ও গণ্যমান্য ব্যক্তিগণের সাথে এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের বৃহত্তর ময়মনসিংহের মন্ত্রী, সংসদ সদস্যগণের সাথে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে অনেক যোগাযোগ ও আলোচনা করেছি। ঐ সময় ‘ত্রিশাল বার্তা’য় নজরুল বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে অনেক লেখালেখি হয়েছিল।

১৯৯৭ সালের ২৫ মে কবি নজরুলের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘ত্রিশাল বার্তা’ বিশেষ সংখ্যা প্রকাশ করেছিল, তাতে ত্রিশালে কবি নজরুলের নামে বিশ্ববিদ্যালয় স্থাপন করার দাবী ও যুক্তি সম্বলিত ছোট বড় ১২টি প্রতিবেদন প্রকাশ করেছিল। ব্রড শিটের ৮ পৃষ্ঠার ঐ কাগজ ঐ সময় বিশেষভাবে আলোড়ন সৃষ্টি করেছিল। নজরুল জন্মজয়ন্তীর ৩ দিনে ৩ হাজার কপি ‘ত্রিশাল বার্তা’ পত্রিকা সৌজন্য সংখ্যা হিসেবে বিতরণ করা হয়েছিল, সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিগণের কাছে। উদ্দেশ্য ছিল জনসাধারণ, সরকারী কর্মকর্তা, সুধীজন ও ঢাকা থেকে আগত সকল শ্রেণীর ব্যক্তিবর্গ যাতে এ পত্রিকা পড়ে ত্রিশালে নজরুলের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আরো সচেতন, সক্রিয় ও উদ্বোদ্ধ হন।

ত্রিশাল বার্তা গত ২৫ বছরেও বেশী সময় ধরে বৃহত্তর ময়মনসিংহসহ আশেপাশের জেলাগুলোতে বিরামহীনভাবে শত প্রতিকুলতার সাথে যুদ্ধ করে যাত্রা অব্যাহত রেখেছে। ‘ত্রিশাল বার্তা’ সব সময় জাতীয় ও স্থানীয় উন্নয়নমূলক কান্ডের সহায়ক ভ‚মিকা পালন করে থাকে এবং অন্যায় অবিচার ও অনিয়মের বিরুদ্ধে সক্রিয় ভ‚মিকা পালনকারী হিসেবেও সর্বমহলে পরিচিত।

‘ত্রিশাল বার্তা’ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকগণের সুতিকাগার বলে পরিচিত। এমন অনেকেই আছেন যারা এককালে ‘ত্রিশাল বার্তা’য় সাংবাদিকতা করে আজ দেশের বড় বড় দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে সাংবাদিকতাসহ বড় দায়িত্ব পালন করছেন।

১৯৯৭ সালের ২৫ মে কবি নজরুলের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘ত্রিশাল বার্তা’ যে বিশেষ সংখ্যা প্রকাশ করেছিল ঐ সংখ্যার সম্পাদকীয় এর কিছু অংশ নিম্নরূপ :

‘পরিশেষে কবি নজরুলের বাল্য ও কৈশোর স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ও নিকেতন প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান গনতান্ত্রিক সরকারের নিকট বৃহত্তর ময়মনসিংহের আড়াই কোটি মানুষের প্রাণের দাবী নজরুল স্মৃতি বিজড়িত ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ও নিকেতন প্রতিষ্ঠাসহ কবির স্মৃতি চিহ্নগুলি স্থায়ীভাবে সংরক্ষণ করে জাতীয় কবির প্রতি যথাযথ সম্মান প্রদর্শণ করার জন্য বিনীত ভাবে নিবেদন জানাচ্ছি’।

‘ত্রিশাল বার্তা’ পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম এ বিশেষ সংখ্যায় ৬ কলাম জুড়ে লীড নিউজ করেছিলেন। লীড নিউজটির শিরোনাম ছিল ‘বৃহত্তর ময়মনসিংহের আড়াই কোটি জনতার দাবী ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয় চাই’।

‘ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ও নিকেতন প্রতিষ্ঠার ব্যাপারে আমি কিছু সাহায্য করিব- প্রেসিডেন্ট বিচারপতি শাহাব উদ্দিন আহমদ’ শিরোনামে মোঃ নাজমুল হুদা তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি শাহাব উদ্দিন আহমদ এর ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত বক্তৃতা ও মতামত মিলিয়ে প্রতিবেদনটি উপস্থাপন করেছিলেন।

ত্রিশালের ও ‘ত্রিশাল বার্তা’ পত্রিকায় কর্মরত সাংবাদিকগন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী সম্বলিত একটি যৌথ বিবৃতি দিয়েছিলেন। বিবৃতিটি হল : ‘ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষনা দিন’ শিরোনামে।

ত্রিশাল বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক ইসরাত জাহান শিল্পী তার প্রতিবেদনের এক জায়গায় লিখেছিলেন ‘বৃহত্তর ময়মনসিংহবাসীর বহু কাঙিখত ও চির দাবী ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ও নিকেতন প্রাতিষ্ঠানিক রূপলাভ করতে যাচ্ছে। এখন সরকারের সিদ্ধান্ত ও পৃষ্ঠপোষকতা পেলে অচিরেই তার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কার্যক্রম শুরু হবে বলে আশা করা যাচ্ছে। বৃহত্তর ময়মনসিংহের সর্বস্তরের মানুষের এখন প্রাণের দাবী সরকার যে ১২টি নতুন বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে তার একটি ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয় করা হোক’।

ত্রিশাল বার্তা প্রধান উপদেষ্টা ও নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম কর্ণধার ডঃ আশরাফ সিদ্দিকী লিখেছিলেন ‘প্রসঙ্গ নজরুল’ শিরোনামে একটি মূল্যবান প্রবন্ধ।

কবি আঃ হাই সিকদার ‘বাংলাদেশে নজরুল চর্চা মুখোশ ও বাস্তবতা’ শিরোনামে একটি প্রবন্ধ।

প্রখ্যাত প্রাবন্ধিক অধ্যাপক প্রদীপ কুমার বিশ্বাস লিখেছিলেন, ‘ডঃ আশরাফ সিদ্দিকীর দৃষ্টিতে নজরুল মানস : যুগ চেতনা ও শিল্প দৃষ্টি বিচার’ শিরোনামে প্রবন্ধ। এ প্রবন্ধে তিনি ডঃ আশরাফ সিদ্দিকী, কবি নজরুল ও ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিষয়ে গবেষনামূলক বক্তব্য উপস্থাপন করেছিলেন।

বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, লেখক ও শিশু সংগঠক জীবন চৌধুরী ত্রিশাল বার্তার এ বিশেষ সংখ্যায় ‘লোক সংস্কৃতি ভিত্তিক কবি নজরুল বিশ্ববিদ্যালয় : প্রস্তাব, বাস্তবতা ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক প্রতিবেদনের এক স্থানে লিখেছিলেন ‘বৃহত্তর ময়মনসিংহ যেহেতু বাংলা প্রাচীন লোক সংস্কৃতির অন্যতম পীঠস্থান ও ধারক বাহক এবং ময়মনসিংহের ত্রিশালে নজরুলের শৈশব কৈশোরের এক গুরুত্বপূর্ণ অধ্যায় কেটেছে, তাই এই ত্রিশালেই জাতীয় কবির নামে সংস্কৃতি বিষয়ক কবি নজরুল বিশ্ববিদ্যালয় ও নিকেতন প্রতিষ্ঠা করাই হবে যুক্তিযুক্ত ও অপরিহার্য’।

এ বিশেষ সংখ্যায় বাংলাদেশের এ সকল খ্যাতিমান লেখক ও ব্যক্তিগণ তাদের প্রতিবেদন ও প্রবন্ধসমূহে লিখেছিলেন কবি নজরুলের বাল্য কৈশোর শৈশব স্মৃতি বিজড়িত ত্রিশালে কবি নজরুলের নামে ভারতের শান্তি নিকেতনের ধাচে সম্পূর্ণ সরকারী ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। সবাই যার যার যুক্তিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা যৌক্তিকতা সহকারে বিশদভাবে বর্ণনা করেছিলেন।

এ বিশেষ সংখ্যায় বর্তমান ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন এলজিআরডি মন্ত্রী ও পরবর্তীতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানসহ জাতীয় অনেক নেত্ববৃন্দ ও মন্ত্রী মহোদয়গণ বাণী প্রদান করেছিলেন।

এ বিশেষ সংখ্যার পরবর্তী সময়ে ত্রিশাল বার্তা’য় ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয় স্থাপন বিষয়ক কমপক্ষে ২ শতাধিক প্রতিবেদন ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। যেগুলো সরকারের উচ্চ পর্যায়ের সকল স্তরের ব্যক্তিবর্গের মনে রেখাপাত করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ তরান্বিত হয়েছিল।

ত্রিশালে এ বিশ্ববিদ্যালয় স্থাপনে বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয় নিকেতন বাস্তবায়ন সেল, ত্রিশাল প্রেসক্লাব, স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সংগঠন, স্থানীয় ও জাতীয় পর্যায়ের সুশীল সমাজ, জমিদাতাসহ সারা দেশবাসী সক্রিয় ও অগ্রনী ভ‚মিকা পালন করেছিলেন বলেই ত্রিশালে কবি নজরুলের নামে আজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।

যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তাদের কাছে ত্রিশালবাসী কৃতজ্ঞ। এ ক্ষুদ্র পরিসরে সকলের নাম উপস্থাপন করা সম্ভব হয়নি তাই সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ প্রত্যাশা করছি।

Share This

FOLLOW US ON FACEBOOK

অনুসন্ধান করুন

আমাদের সাথে যোগাযোগ

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল সিএনজির ৭ যাত্রীর

16 February, 2024 10 months ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 2704

সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা

31 January, 2024 10 months ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 3087

সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়ে এগিয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান মীর সালমা

31 January, 2024 10 months ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 2909

ত্রিশালসহ দেশের ৯ পৌরসভার ভোটগ্রহণ ৯ মার্চ

21 January, 2024 11 months ago ত্রিশাল বার্তা ডেস্ক 2701

সারাজীবন দুর্নীতির বিরুদ্ধে ছিলাম : স্বাস্থ্যমন্ত্রী

19 January, 2024 11 months ago ত্রিশাল বার্তা ডেস্ক 2619

সুখী সমাজ গড়াই হবে অঙ্গীকার : পরিকল্পনামন্ত্রী

19 January, 2024 11 months ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 613

ফরজ কাম ছাড়া থানায় যাবেন না : ব্যারিস্টার সুমন

19 January, 2024 11 months ago ত্রিশাল বার্তা ডেস্ক 583

আমি অন্যায় করব না, কাউকে করতেও দেব না

18 January, 2024 11 months ago ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 654

ত্রিশাল ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ

17 January, 2024 11 months ago হানিফ আকন্দ 696

ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোটে পপি জয়ী

13 January, 2024 11 months ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 837

স্কুল শিক্ষক থেকে ভূমিমন্ত্রী

13 January, 2024 11 months ago ত্রিশাল বার্তা ডেস্ক 597

মন্ত্রিসভার মুরুব্বি সালাম, তরুণ নওফেল

13 January, 2024 11 months ago ত্রিশাল বার্তা ডেস্ক 898

সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

13 January, 2024 11 months ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 703

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ত্রিশালে জাতীয় পার্টির মতবিনিময় সভা

18 November, 2023 1 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 824

পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন

16 September, 2023 1 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5251

ভালুকায় সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা 

16 September, 2023 1 years ago আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি 692

বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম যাচ্ছেন জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাফিজ মাহবুব

26 May, 2023 1 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 873

চায়ের স্টলের আড্ডা বিভিন্ন অপরাধ জন্ম দেয় : ত্রিশাল থানার ওসি

13 May, 2023 1 years ago কামরুজ্জামান মিনহাজ : (ত্রিশাল বার্তা) 938

বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা.সম্পাদক সোহান

28 April, 2023 1 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 1332

বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ত্রিশাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও সা. সম্পাদক সোহান

28 April, 2023 1 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 968

জনপ্রিয় সংবাদ

ত্রিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা

28 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 86640

আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে সড়ক দখলের অভিযোগ

09 January, 2023 1 years ago এস.এম হুমায়ুন কবীর : 47993

ভালুকায় শত কোটি টাকা মূল্যের বনের জমি উদ্ধার : গুড়িয়ে দেয়া হয়েছে দেয়াল

05 October, 2021 3 years ago মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ 44961

মানুষের সেবা করার মন মানসিকতা নিয়েই ত্রিশালে কাজ করছেন মিনহাজ

25 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 10201

ত্রিশাল নামের উৎপত্তি

15 September, 2021 3 years ago রাশেদ আনাম 8465

ত্রিশালে আওয়ামী রাজনীতির প্রাণপুরুষ রুহুল আমীন মাদানী এমপি

17 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 8119

ত্রিশালে ইকবালের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডাঃ দীপু মনিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ

24 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6946

ত্রিশাল হাসপাতালে ৪টি অক্সিজেন সিলিন্ডার দিলেন জননেতা ইকবাল

28 August, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6811

মোঃ মিনহাজ সামাজিক ব্যক্তিত্ব এবং বহুমাত্রিক প্রতিভার অধিকারী, স্বপ্ন দেখছেন ত্রিশালের উন্নয়ন করার

17 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6582

ত্রিশালবাসী চায় ইকবাল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হোক

03 October, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 6519

ত্রিশাল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকিরের ব্যাপক নির্বাচনী গণসংযোগ

03 October, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 5867

ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ বছর পর মা-ছেলের দেখা

25 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 5690

পোস্টকে ঘিরে তুলকালাম, এলাকা ছাড়া মেয়র সুমন

16 September, 2023 1 years ago ময়মনসিংহ প্রতিনিধি 5251

সরকারের উন্নয়ন মানুষের মধ্যে তুলে ধরতে জিল্লুর রহমান আকন্দের গণসংযোগ

26 August, 2021 3 years ago শামীম আজাদ আনোয়ার 4898

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের শেষে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

25 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4821

মোক্ষপুরের হাফিজুল ইসলাম তালুকদার ইন্তেকাল করেছেন

23 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4562

‘মানুষ মানুষের জন্য’ একথা আবারও প্রমাণ করলেন ত্রিশালের সমাজকর্মী মিনহা‌জ

03 October, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4439

এসএসসি-এইচএসসির চূড়ান্ত সময়সূচি প্রকাশ

27 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা ডেস্ক 4370

ত্রিশালের নতুন ইউএনও'র সাথে ত্রিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

28 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4233

আমি মানুষ ও সমাজের কল্যাণে কাজ করে যেতে চাই -মোঃ মিনহাজ

07 September, 2021 3 years ago ত্রিশাল বার্তা প্রতিবেদক 4032

ত্রিশাল বার্তা আর্কাইভ

আমাদেরকে সাবস্ক্রাইব করুন

ভিডিও গ্যালারি

Designed & Developed by A.H.M. Shamim Reza